আমাদের কথা খুঁজে নিন

   

মহাকবি মাইকেল মেহেদীর সাথে আমার কিছুক্ষণ টেলিফোনালাপ

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

গতকাল সন্ধ্যায় মহাকবি মাইকেল মেহেদী আমাকে আশ্চর্য করে দিয়ে ফোন করলেন। উনি বিকেলে আমাকে একবার ফোন করেছিলেন পরে বুঝতে পারলাম। মোবাইলের স্ক্রীনে একটি অপরিচিত টি এন্ড টি নাম্বার উঠে ছিল। কলটা এসেছিল রাজশাহী থেকে। পরে আবার ফোনটি আসলো।

আমি রিসিভ করাতে শুনতে পেলাম. "কি চির সবুজ নাকি?" তারপর পরিচয়ের পালা। জানলাম তার অনেক অজানা কথা। আজকাল খেয়াল করছি গুরু সামহোয়ারইন এ ঢুকলেই আমার ব্লগে পদধুলি দেন এবং মূল্যবান মন্তব্য করেন। এটা আমার জন্য এক অনন্য পাওয়া। এ জন্য আমি কৃতজ্ঞ।

আমি তার কোবতেকুলের প্রশংসায় পঞ্চমুখ হতেই সে প্রস্তাব রাখলো তার বই প্রকাশনার কথা। আমাকে বলল তার বই প্রকাশিত করতে। উনি আমাকে প্রোফিট শেয়ারেও প্রস্তাব দিলেন। কিন্তু আমি এই লাইনের লোক না হওয়াতে তাকে অপারগতা জানালাম। গুরু কিছুটা হলেও নিরাশ হলেন।

আমি এটা বুঝতে পারলাম। জানলাম তার অনেক কোবতে জমা পড়ে আছে। আমি এ পোষ্টের মাধ্যমে আপনাদের কাছে একটা আর্জি জানাচ্ছি, সেটা হলো কেউ না কেউ প্লিজ গুরুর কোবতেকুল রক্ষা করতে এগিয়ে আসুন। তারপর তার কাছে জানতে চাইলাম, তার রাজশাহী ভার্সিটি নিয়ে চলমান সিরিজ লেখা সম্পর্কে। তাতে গুরু যা জানালেন, আমি তাতে শংকিত ও ব্যথিত।

জানলাম গুরুর জানের উপর নাকি টার্গেট আছে কিছু গ্রুপের। তারা গুরুকে ফিনিশ করে দিতে চায়। কারণ জানলাম, তিনি ভার্সিটিতে একজন প্রতিবাদী যুবক। ভার্সিটির সব অনিয়মে তিনি নারাজ। উনি মনোবিজ্ঞানে চতুর্থ বর্ষ এ আছেন।

ভার্সিটির খাতা দেখা নিয়ে ব্যাপক অনিয়ম গুরু সহ্য করতে পারেন না। আমি তাকে উপদেশ দিলাম, থানায় একটা সাধারন ডায়েরী করে রাখার জন্য। উনি ওটা আগেই সেরে রেখেছেন। বুঝলাম গুরুর দুরদর্শিতা কতটা। এছাড়া গুরু রোগী দেখেন নিয়মিত।

মনের চিকিৎসা করেন। অনেক রোগী এখন সুস্থ্য মানুষ। দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। ওনার ক্লিনিক কাম চেম্বার বাড়ীর সাথে লাগোয়া। আমি তাকে আশ্বস্থ করলাম, আমি কয়েকদিনের মধ্যেই রাজশাহী যাচ্ছি।

তার সাথে অবশ্যই দেখা করবো। আরো কয়েকজন ব্লগার বন্ধুর সাথে ওখানে আমাদের একটা মিলনমেলা হবে। সেখানে আছে সালাউদ্দিন মোহাম্মদ সুমন (রাজশাহী ভার্সিটি), শিবলী নোমান (বিশিষ্ট সাংবাদিক), মোবারক আলী (ওয়েব ডেভেলপার), এছাড়াও আছেন কালপুরুষ এবং আরো অনেকে। আমি যাচ্ছি ঢাকার প্রতিনিধি হিসেবে। মহাকবি মাইকেল মেহেদী ফ্যান ক্লাবের ভক্তকুলের পক্ষ থেকে বিশেষ সন্মান প্রদর্শন করতে আমি যাচ্ছি রাজশাহী।

এসবের আপডেট পরে ব্লগে দেব ধারাবাহিক ভাবে। এরপর গুরুর কাছে থেকে অনুমতি নিলাম তার সাথে আমার এই ফোনালাপের কিছু অংশ সব ব্লগ বন্ধুর সাথে শেয়ার করা যাবে কিনা? উনি কোন রাকঢাক না রেখেই অনুমতি দিলেন। তখন চিন্তা করলাম, কত মহান গুরু। আমাদের কত কিছু শেখার আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.