সময়কে কাধে নিয়ে চলো বন্ধু
ঘুমিয়ো না বন্ধুরা। বাইরে তাকাও। জোছনার ধান ছুয়ে দিচ্ছে অন্তহীন শষ্যের উঠোন
যাযাবর জোনাকীরা আলোর তরঙ্গ হয়ে
ছুটে যাচ্ছে অরণ্য গহীনে। শস্যহীন প্রান্তরে ঝিমিয়ে পড়েছে সময়,
জীর্ন্ যুবকগুলো প্রচন্ড তাপে হচ্ছে দহন।
হৃদয়ের আঙ্গিনায় তপ্ততার আবেশ।
ধরণীতে নেমে আসে নতুনের বানী।
সে আনন্দের ঝলকানিতে নেচে উঠে প্রতিটি তরুণ তাজা প্রাণ।
অবারিত স্বপ্নের বাসন্তী পথে; জানিনা কখন খালি পায়ে হেটে হেটে বসন্ত এসেছে।
মাটির সোদা গন্ধ শরীরে মেখে আমার সময়গুলো কেবলই কেটে যায়।
বিকেলের ক্লান্ত আকাশে যে হট টি টি পাখি আপত্যের টানে সাবধান বাণী শুনিয়ে চলে
অবিরাম ক্লান্তিহীন-
তাকেও ফিরতে হয় বিনিদ্র রাত্রী শেষে।
ফেরেনা কেবল নিস্বঃঙ্গ বাতাস, সমুদ্রের ঢেউ, কালস্রোতের কুহকী সময় আর মর্ত্যলোকের আকাশচারী পথিক হৃদয়।
চেতন ও অবচেতনের মধ্যবর্তী মেঠোপথে আ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।