[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে ভীষন ভাল লাগে । কেন জানিনা। বিশেষ করে বংলাদেশের ব্যাটিং দেখতে আলাদা একটা চার্ম অনুভূত হয়। খালি মনে হয় এই বুঝি কোন ব্যাটসম্যান কিছু একটা অভাবনীয় করে বসবে। হয়তো করবেনা কেউই তেমন বিশেষ কোন অঘটন।
হয়তো করবেনা বলেই আকর্ষন টা বেশী। যদি করে বসে। অঘটন বলছি এই কারণে খারাপ পারফর্ম টাই বহুদিনের ইতিহাসের ঐতিহ্যের ধারায় স্বাভাবিক ঘটনা, ব্যতিক্রম ভাল ব্যাটিং তাই অঘটনা ছাড়া আর কি।
ছুটির দিনেও সাবমেরিন স্টেশনে আজ কেটেছে ছুটিহীন দিনের চেয়েও ব্যাস্ততায়। স্টেশন ইনচার্জের আবার ছটি কি? তাই না।
তার উপর রাতে গতকাল সেহরীতে কোন শব্দই ঘুমের কাছে পরাজিত হয়নি। বিনা সেহরীতে রাখতে হয়েছে রোজা। ঠনঠনে উদরে ক্লান্তিহীন পরিশ্রম শেষে বিকালে খেলা দেখার সুযোগ পেলোম শেষ মেশ। কিন্তু সেই নিত্য যা ঘটে। বিদ্যুৎ তো লুকোচুরি খেলার ভীষণ ওস্তাদ।
তা নাহয় এখানে গুরুত্বপূর্ণসহাপনার সুবাদে জেনারেটর চলে বিধায় আলো আর ফ্যানের বাতাসের অভাব পরিলিক্ষিত হয়না। কিন্তু ডিশের লাইন যে রাস্তার ওপারে। ওপারে বিদ্যুৎ মূর্ছা গেলে বন্ধ হয়ে যায় ডিশ এর প্রচার। টিভির পর্দায় কেবল তখন নীলস্ক্রিন , চিত্র হীন। ওপারে এখন বিদ্যুৎ নেই।
অপেক্ষায় আছি কখন আসবে ..বিদ্যুৎ মহাশয়., তখন মর্জি হবে টিভির পর্দায় সচল চিত্রের আগমনের........দেখব দৃষ্টির খোরাক বাংলাদেশের ব্যাটিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।