আমাদের কথা খুঁজে নিন

   

=দৃষ্টির ছায়া-৩

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

২০ রমাদান ১৪২৮ হিজরী। উমরাহ্ করার উদ্দেশ্যে আমাদের কেন্দ্র পবিত্র মক্কা মুকার্রমায় গমন করি। বছরের আর সময়গুলোতে যাই বা না যাই পূণ্য মৌসুম রমাদানুল মুবারকে অবশ্যই যাওয়া হয় উমরাহ্ করার উদ্দেশ্য নিয়ে। কেননা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ((রমাদান মাসে উমরাহ্ আদায় করা হজ্জ করার সমান অথবা আমার সাথে হজ্জ করার সমান। )) [বুখারী: ১৭৩০] মক্কায় পৌঁছাই যখন রাত প্রায় আড়াইটা, হোটেল খুঁজে সেহরী সেরে ফজরের প্রায় ঘন্টাখানেক পূর্বেই মসজিদুল হারামে প্রবেশ করি।

তারপর তাওয়াফ সারতেই ফজরের আযান হয়ে যায়। সাফা পাহাড়ের পাদদেশে ফজরের সালাত আদায়ের পর সা'য়ী শুরু করি। নিচে প্রচণ্ড ভীড় থাকায় প্রথম সা'য়ী শেষেই মসজিদুল হারামের ছাদে চলে যাই, কেননা, সেখানে অনেক খালি থাকে। দু'টো ছবি নিতে পেরেছি ছাদ থেকে, বাকীগুলো বিভিন্ন স্থান থেকে। ভাল হয়েছে, এমনটি বলতে চাই না; তবে আমাদের কেন্দ্রের স্মরণ হোক এটাই আমার উদ্দেশ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।