আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টির কথা, এক সময়ের

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

একটা নির্দিষ্ট সময়ের বশিভূত, বাধ্য হয়ে যেতে হয়েছিল ...ঐ সময়টাতে বারান্দার গ্রীলের কোল ঘেষে দাঁড়ানোর মাঝে নিত্য অভ্যাসের স্পষ্ট অনুরিক্ততা প্রকাশিত ছিল নিজের মাঝে। বয়সটা তেমন কোন সীমানার প্রান্ত ছোঁয়নি তখন, আবার তেমন কোন নিম্নাগত খানা খন্দকের মাঝেও সুপ্ত ছিল না বয়স। উঠতি একটা কাল। তারুন্য পবন হাওয়া , উদ্বেলতা,আর উচ্ছলতায় জবজবে , চোখে নতুন নতুন স্বপ্ন। সেই সব স্বপ্ন গুলোর অক্টোপাসের শূড় জাতীয় টান উপেক্ষা করে গ্রীলের অপাশে চলে যেত বশীভূত দৃষ্টি নির্দিষ্ট মূহূর্তে সেই সময় রোজ ।

অপাশে নিচে পূর্ব পশ্চিমে সটান চলে গেছে বক্রতা হীন ইট বিছানো পথ। ও পথে দৃষ্টি আছড়ে পড়ত, পড়েই থাকত , তারপর যখন সেই পদযুগল মাড়াত দৃষ্টির কোমল মাদক বুকখানি তখন যেন পূর্ণ হতো দিনের নির্দিষ্ট ক্ষণের আবেশ। এভাবে চলে ছিল দিনের পর দিন। তারপর একসময় পথ সেভাবেই সটান রয়ে গেল, দৃষ্টি কেবল হারিয়ে ফেলল সেই পদযুগলের সদানন্দ চাপ নিত্যকার। তারপর একদা গ্রীল চেড়ে দৃষ্টি মিশে গেলে পরিপূর্ণ মুক্ত হাওয়ায়, সেখানে এখন স্বপ্ন আর স্বপ্ন হীন দৃষ্টি একসাথে মৌতাত মন্ত্রে কখনও বশীভূত, কখনও উল্টো , কখনও সে মনের মতো , কখনও আবার কেবলই অদৃষ্টের অদৃশ্য ইশারার বাধ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।