কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
শুক্রবার গুলো বরাবরই হয়ে থাকে ব্যস্ততম দিন। অন্যান্য দিনের চাইতে ঘুমাই কম, সাপ্তাহিক টুকিটাকি সারা তো দূস্পর্কের ব্যাপার, জরুরীটাই বাদ পড়ে যায় কখনো কখনো। এমনি এক শুক্রদিনের শুরুটা করেছিলাম মসজিদুন্ নববীতে ফজর আদায়ের মাধ্যমে। সকাল সাতটা থেকই ব্যস্ততার প্রারম্ভ, তাই পাঁচটা থেকে সাড়ে ছ'টা পর্যন্ত ভোরটুকু হারামের অভ্যন্তরে পড়াশোনায় কাটানোর চিন্তা করে যুতসই হয়ে বসলাম সালাতের পর।
মক্কার মসজিদুল হারামের অধীন মদীনার হারামেও চলমান মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মাদ্রাসা সম্বন্ধে কিছু খোঁজ-খবর নেয়ার প্রয়োজন ছিল।
তা নিয়ে যখন বেরুলাম পশ্চিমের ৬নং গেইট দিয়ে, সদ্য উদিত সূর্যের নতুন আলো ছিল অন্দরোদ্ভাসিত হওয়ার মতই। হারামের পশ্চিম হতে মিনারগুলোর আড়াল ফুঁড়ে উঠা সূর্য কিরণ দেখে মুহূর্তেই পকেটের গরীব মোবাইলটার কথা মনে পড়লো। আর দেরী কি? ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম। কিন্তু দেখতে গিয়ে তো হতভম্ব, সূর্যটা এত বিশাল কেন? বার বার সূর্য আর ছবির দিকে তাকিয়ে তাকিয়ে মেলাতে চেষ্টা করলাম, ঠিক যেন আঁকিয়েদের মতই ছবির সূর্যটা।
শেয়ার করলাম।
গরীব মোবাইল বলে অনেক ঝাপসা ছবিগুলো। কেউ যেন আবার এর জন্য .............. ।
মদীনার আরো ছবি দেখতে হলে এখান থেকে ঘুরে আসুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।