আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মপদ থেকে পাঠ: Free yourself from attachment.

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
বুদ্ধের বানী আসলে এক ধরনের নিরীক্ষা। সমাজটাকে, সমাজের মানুষগুলোর জীবনটাকে আরও অধিক অর্থবহ করে তোলা যায় কি না-তারই নিরীক্ষা। সত্যি কথা এই-লোভ সামলানো কঠিন।

বুদ্ধও সেটা জানতেন। তবে, মাঝে মাঝে আমরা তুচ্ছ লোভে পড়ে এমন সব গোলমাল পাকিয়ে ফেলি যে- বুদ্ধের আপত্তি এখানেই। যে কারণে নির্বানের কথা বলেছেন বুদ্ধ, নির্বানের সহজলভ্য কোনও সংজ্ঞা নেই জানি; তবুও বলা যায়- কাজ করে কাজের ছায়া না পড়াই নির্বান। অনেকটা গীতার কর্মফল ত্যাগের মতন। আমি একটা কাজ করলাম।

অনেক কিছু আশা করলাম না-এমন। আকাঙ্খা থেকেই দুঃখের শুরু। বুদ্ধ বলেছেন-From passion and desire,Sensuousness and lust, Arise grief and fear. বুদ্ধ চেয়েছিলেন পৃথক একটা সংঘ (গ্রুপ বা মঠ) গড়ে তুলতে। যে সংঘের আলোকিত সদস্যরা সুন্দর সৎ ও নির্মল জীবন যাপন করবে। সংসারের মানুষ তাদের দেখে অনুপ্রাণিত হবে।

সংসার বদলে যাবে। তুচ্ছ লোভে পড়ে সংসারের মানুষজন অযাথা গোলমাল পাকিয়ে ফেলবে না। না, বুদ্ধের সদিচ্ছা সফল হয়নি! ধর্মপদ থেকে পাঠ 16. Pleasure Do not let pleasure distract you From meditation, from the way. Free yourself from pleasure and pain. For in craving pleasure or in nursing pain There is only sorrow. Like nothing lest you lose it, Lest it bring you grief and fear. Go beyond likes and dislikes. From passion and desire, Sensuousness and lust, Arise grief and fear. Free yourself from attachment. He is pure, and sees. He speaks the truth, and lives it. He does his own work. So he is admired and loved. With a determined mind and undesiring heart He longs for freedom. He is called uddhamsoto - (উদ্দাম স্রোত?) "He who goes upstream." When a traveller at last comes home From a far journey, With what gladness His family and friends receive him! Even so shall your good deeds Welcome you like friends And with what rejoicing When you pass from one life to the next! টমাস বাইরোম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.