বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
ফুলের মতন সুন্দর ও নির্মল হয়ে উঠুক মানবজীবন-এই ছিল জগতের প্রত্যেক জাতির প্রাচীন ঋষিদের এক আন্তরিক প্রার্থনা।
একটিই মাত্র পথ
বেঁকে চলে গেছে অনন্তে;
যে পথের প্রান্তে
দাঁড়িয়ে তুমি আর আমি।
অলীক এক আলোর ইঙ্গিত
আমাদের মননে
তোলে আলোরন।
ঘুমিয়ে থেকো না আর।
জেগে ওঠো এইবার।
ওই পথ ধরে হেঁটে চলে যাও অনন্তের বাগানের দিকে
যে বাগানের মালি দেখ
কী ভীষন যাদুবলে
নিয়ত ফোটান পদ্ম-
তাহার মায়াময় করতলে।
ধর্মপদ থেকে পাঠ:
Better than a thousand hollow words
Is one word that brings peace.
Better than a thousand hollow verses
Is one verse that brings peace.
Better than a hundred hollow lines
Is one line of the dharma, bringing peace.
It is better to conquer yourself
Than to win a thousand battles.
Then the victory is yours.
It cannot be taken from you,
Not by angels or by demons,
Heaven or hell.
Better than a hundred years of worship,
Better than a thousand offerings,
Better than giving up a thousand worldly ways
In order to win merit,
Better even than tending in the forest
A sacred flame for a hundred years -
Is one moment's reverence
For the man who has conquered himself.
To revere such a man,
A master old in virtue and holiness,
Is to have victory over life itself,
And beauty, strength and happiness.
Better than a hundred years of mischief
Is one day spent in contemplation.
Better than a hundred years of ignorance
Is one day spent in reflection.
Better than a hundred years of idleness
Is one day spent in determination.
Better to live one day
Wondering
How all things arise and pass away.
Better to live one hour
Seeing
The one life beyond the way.
Better to live one moment
In the moment
Of the way beyond the way.
মূল পালি থেকে ইংরেজি অনুবাদ: টমাস বাইরোম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।