বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
বুদ্ধের সময়ে প্রাচীন ভারতের একটি উন্নত রাজ্য ছিল মগধ। মগধের রাজধানী ছিল রাজগৃহ নগর। বুদ্ধের সময়ে পাটলিপুত্র (বর্তমান বিহারের পাটনা) মগদের রাজধানী হয়ে ওঠেনি।
তবে, পাটলিপুত্র যে একদিন মগধের রাজধানী হবে-বুদ্ধ সেরকম ইঙ্গিত দিয়েছিলেন।
যা হোক। বুদ্ধের সময়ে মগধ শাসন করতেন সম্রাট বিম্বিসার; বুদ্ধকে যথেস্ট সম্মান করতেন। উপদেশ শুনতেন।
সম্রাট বিম্বিসারের ছেলের নাম ছিল অজাতশক্র; সেও বুদ্ধকে যথেস্ট সম্মান করত।
উপদেশ শুনত।
অজাতশক্র তার পিতা বিম্বিসারকে বন্দি করে মগধের সিংহাসনে বসেছিল। তারপর সে গঙ্গা নদীর উত্তরের রাজ্য আক্রমনের উদ্যোগ নেয়।
বুদ্ধ নিষেধ করেছিলেন অযাথা রক্তপাত করার জন্য।
অজাতশক্র শোনেনি!
নিষ্ঠুর শাসকেরা কোনও কালেই মানবতাবাদী দার্শনিকদের কথা শোনেনি।
ধর্মপদ থেকে পাঠ।
12. Yourself
Love yourself and watch -
Today, tomorrow, always.
First establish yourself in the way,
Then teach,
And so defeat sorrow.
To straighten the crooked
You must first do a harder thing -
Straighten yourself.
You are your only master.
Who else?
Subdue yourself,
And discover your master.
Wilfully you have fed
Your own mischief.
Soon it will crush you
As the diamond crushes stone.
By your own folly
You will be brought as low
As you worst enemy wishes.
So the creeper chokes the tree.
How hard it is to serve yourself,
How easy to lose yourself
In mischief and folly.
The kashta reed dies when it bears fruit.
So the fool,
Scorning the teachings of the awakened,
Spurning those who follow the dharma,
Perishes when his folly flowers.
Mischief is yours.
Sorrow is yours.
But virtue is also yours,
And purity.
You are the source
Of all purity and impurity.
No one purifies another.
Never neglect your work
For another's,
However great his need.
Your work is to discover your work
And then with all your heart
To give yourself to it.
অনুবাদ করেছেন টমাস বাইরোম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।