আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীব’দার চলে যাওয়া, এবং শিখিয়ে যাওয়া “কিভাবে বাঁচতে হয়”।



গতবছর ঠিক এইদিনটায় জীবনের একটা বড়ো অধ্যায় শেষ করে রাতে হৃষ্টোচিত্তে বাসায় ফিরে টিভি ছাড়লাম । পরশ্রীকাতর ঈশ্বর আমার সুখ কোনদিন’ই সহ্য করেনি ... টিভি'তে শুনলাম সঞ্জীব’দা আর নেই, কোমায় আছে ... ডাক্তাররা বলছেন আর কোন আশা নেই । সময়টা ছিল সিডরের । অনেক কিছু'ই কেড়ে নিয়ে গ্যাছে ... দুইদিন আগের রাতে সিডরের তান্ডব ছিলো চড়ম, আগের দিন, বহুদিন পর সারা বাংলাদেশ একযোগে লোডশেডিং .... কে কার খোজ রাখে ... এই অন্ধকারের ফাঁকে ... কাউকে কোন সুযোগ না দিয়েই, ঝড়ের পিছুপিছু সঞ্জীব'দা পালিয়ে গেলেন । ভুলেও কেউ টের পাইনি ... কয়েকদিন আগে কি তাচ্ছিল্য করেই না নিজের প্রয়ানের বার্তা আমাদের গেয়ে শুনিয়েছিলেন ... হাতের উপর হাতের পরশ র'বেনা ...... র'বেনা ।

আমার বন্ধু .. আমার বন্ধু .. হবেনা ...... হবেনা । গায়ক'রা তো এরকম কত গান'ই গায় ... তাই বলে কি সবাইকে চলে যেতে হয়। সঞ্জীব'দা যেখানেই থাকো ... ভালো থেকো । পারলে আরেক সিডরের পিছু ধাওয়া করে ফিরে এসো । এই আকালে ... তোমাকে খুব দরকার যে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.