আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্যা এর যাবজ্জীবন রায়ের নেপথ্যে আওয়ামীলীগের-পলিটিক্যাল এক্সপেরিমেন্ট!!

আমি আমার আনন্দে লিখি!!! কাদের মোল্যা এর যাবজ্জীবন রায়ের নেপথ্যে আওয়ামীলীগের রাজনীতি গত দুদিন ধরে টক অফ দ্য টাউন যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্যা এর যাবজ্জীবন কারাদন্ড।স্বাভাবিকভাবেই জনগনের প্রত্যাশা ছিল এই রায়ে বিচার হিসেবে ফাসি হবে।কিন্তু বিচারপতি ওবায়দুল কাদের তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। কেন তাকে ফাসি না দিয়ে যাব্জজীবন দেয়া হল?এর পেছনে আওয়ামীলীগের নিম্নলিখিত কারন গুলো রয়েছেঃ ১ আওয়ামীলীগ দেশের জনগনের প্রতিক্রিয়া জানতে চেয়েছে, ,আসলে তারা কি চায়? ২ জামাত ইসলাম তাদের আন্দোলোন কতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে?তারা কতখানি হুমকি হয়ে দাঁড়ায়? ৩ দেশ-বিদেশের মিডিয়ার প্রতিক্রিয়া কি হয়?মিডিয়া কি আওয়ামীলীগের পক্ষে থাকে নাকি বিপক্ষে? আসলে কাদের মোল্যা এর রায়ে আওয়ামীলীগ একটা এক্সপেরিমেন্ট করে ফেলল। কারন সামনেই সাঈদী সহ প্রধান যুদ্ধাপরাধী এর রায়। সামনে বিচারাধীন এসব কেন্দ্রীয় নেতারাই জামাতের মূল শক্তি! কাদের মোল্যা কিন্তু জামাতের অত ইম্পরট্যান্ট কেউ ছিলেন না। উনি জাস্ট রুকন, আর বাচ্চু তো পালিয়েই গেছে আগে(নাকি তাকে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে?)। আওয়ামীলীগ গত দুই দিনে সাধারন মানুষের প্রতিক্রিয়া পেয়ে গেছে, তারা বুঝে গেছে সাধারন মানুষ কি চায়! তারা জনগন কে নিজের পক্ষে আনতে এই রায়টিকে ব্যবহার করেছে।তারা বিলকুল দেখতে পাচ্ছে জামাতের বিদ্রোহ ককটেল ফোটানো পর্যন্তই! মিডিয়া থেকে সাধারন মানুষ এর একটাই কথা-কত মানুষ খুন করলে ফাসির রায় হয়!!!? আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ময়লার গাড়ী পোড়ানো মামলায় অবশেষে কিন্তু জামিন পেয়েছেন মির্জা ফকরুল এবং সেটা কিন্তু গতকালই!!!পয়েন্ট টু বি নোটিসড!! আর বিচার নিয়ে বিএনপি নো কমেন্টস টাইপ কমেন্টস করে যাচ্ছে! এখন শুধু দুই দলের যুধাপরাধীদের একমত হওয়ার অপেক্ষা!! মাননীয় প্রধানমন্ত্রী,জনগনের প্রত্যাশা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না,জনগনই আপনাকে ক্ষমতায় এনেছিল,ওই জনগনের ফিলিংস নিয়ে এক্সপেরিমেন্ট করলে আপনাকে তারা ছুড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.