নিজের সম্পর্কে লেখার কিছুই নেই। আমি বাংলাদেশের একজন -নাগরিক, চেষ্টা করছি সুনাগরিক হওয়ার জন্য। আমার ফেইসবুক একাউন্ট: http://facebook.com/kobisaheb এবং আমার ওয়েবসাইট http://mr9.in কালকে থেকে ভাবতেছি কাদের মোল্লাকে নিয়ে কিছু লিখব। কিন্তু লিখার ভাষাও হারিয়ে ফেলেছি।
মৃত্যুদন্ডের তুলনায় যাবজ্জীবন কারাদন্ড অনেক কঠিন শাস্তি।
কিন্তু এই কথা বাংলাদেশে প্রযোয্য নয়। যাবজ্জীবন কারাদন্ডের ১৪ বছর কাদের মোল্লা জেলখানায় রাজার হালে কাটাবে। আর জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তো কথাই নাই, ফুলের মালা দিয়ে জেল থেকে বের করে আনবে। জাতীয় বীরের পদক পাওয়াও অসম্ভব নয়।
২০০ জন কে হত্যার কথা প্রমানিত হওয়ার পরও যাবজ্জীবন দেওয়ার মাহাত্ম দেশের মানুষের বুঝার বাকি নাই।
জামায়াত প্রথম থেকেই বলে আসছে এই বিচার প্রহসনের বিচার, আজ দেশের মানুষ বুঝতে পারছে এটা আসলেই প্রহসনের বিচার। আওয়ামীলীগ হল পরিচালক, জামায়াত হল অভিনেতা, আর আমরা আমজনতা হলাম দর্শক। এই বিচার প্রক্রিয়াকে অস্কার মনোনয়ন দেওয়ার দাবী জানাচ্ছি।
ইসলামের বিধান নিয়েও কিছু কথা বলা দরকার্। ইসলামের বিধান হল রক্তের বদলে রক্ত।
যদি কেও কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি মৃত্যদন্ড, তবে যদি নিহত এর পরিবার ইচ্ছা করে তাহলে রক্তপণের বিনিময়ে তাকে ক্ষমা করে দিতে পারে। এখানে লক্ষনীয় ব্যাপার হল এই ক্ষমা করার অধিকার শুধুমাত্র নিহত ব্যাক্তির পরিবারই সংরক্ষন করে, অন্য কেউ নয়। সেখানে ২০০ জন ব্যাক্তিকে হত্যাকারির শাস্তি অবশ্যই মৃত্যুদন্ড। আর ধর্ষনের শাস্তি তো আপনারা জানেনই। সুতরাং এখানে মৃত্যুদন্ডের
বিকল্প নেই।
গতকাল আরেকটা হাস্যকর কথা শুনলাম। কাদের মোল্লার ছেলে নাকি দাবি করেছে, কাদের মোল্লার নামে কাদেরিয়া বাহিনী, কাদের সিদ্দীকি এর নামে নয়। এই কথা শুনে তো হাসতে হাসতে চোখে পানি এসে গেল। এ প্রসঙ্গে কিছুই বলব না। শুধু এটুকু বলি, আমি টাঙ্গাইলের ছেলে।
টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাকে কাদের মোল্লা এর কাছ থেকে শিখতে হবে না।
সর্বশেষে শাহবাগের আন্দোলনের প্রতি সহমত জানাচ্ছি। শুধু শাহবাগ নয়। দেশের সর্বত্র আন্দোলন দানা বেধে উঠছে। সবাইকে দল মত নির্বিশেষে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।