আমাদের কথা খুঁজে নিন

   

পল্টন



কেউ বলে পল্টন ময়দান, কেউ বলে পল্টন মাঠ, আবার ক্রীড়াবীদরা বলে আউটার ষ্টেডিয়াম। এক জায়গার কত নাম। কিন্তু আমি বলি রাজনীতি ময়দান, আবার হাঙ্গামা ময়দানও বলি মাঝে মাঝে। শোনা যাচ্ছে আমাদের এই ছোট্র দেশের বড় দুই নেত্রী নাকি সংলাপে বসবেন!!! আসলেই কি বসবেন? ......... জানি না........ সময়ই বলে দেবে.........। হয়তো বসবেন (!!!).....।

....মনে হয়না বসবেন ....। ....বসবেন, বসবেন। ......নাও বসতে পারে। আমি চাই দুই নেত্রী সংলাপে বসুক এবং এই পল্টন ময়দানে। সারা দেশে মাইকিং হবে.... ভাইসব, আগামি দিন এতিহাসিক পল্টন ময়দানে এক বি-রা-ট বাংলাদেশ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সভায় উপস্থিত থাকবেন ছোট্র দেশের দুই মহান নেত্রী। আরো থাকবেন........। আপনারা দলে দলে উক্ত বাংলাদেশ সভা যোগদান করে সভাটিকে .............। আমরা সবাই না হয় একটা বাংলাদেশ হয়ে পল্টন ময়দানে যাব। পল্টন ময়দানের নামটা পরিবর্তন করে কি নাম রাখা যায় ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.