আজ ১১ নভেম্বর ২০০৮ ইউনিসেফের উদ্যোগে প্রদাণ করা হলো " মিনা মিডিয়া পুরস্কার "। এ প্ররস্কারের মনোনয়ন তালিকায় অনেকের সাথে জায়গা করে নেয় আমাদের ৮ বছরের ছোট্ট ওরিয়ন।
ছোট্ট ওরিয়ন তার শিশুতোষ গল্পের মাধ্যমে জিতে নেয় সম্মানজনক এ পুরস্কার। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ওরিয়ন গল্পটি লিখেছিল সিডর এর ক্ষয়ক্ষতির উপর। ছোট্ট ওরিয়ন সিডর এর পরপরই বাবামায়ের সাথে গিয়েছিল পটুয়াখালী ও বরগুনাতে। সেখান থেকে ফিরে এসে সে তার দেখা অভিজ্ঞতায় লিখে ফেলে একটি গল্প যা একটি ম্যাগাজিনে প্রকাশ পায় আর তার সে লেখার জন্য পেয়ে গেল সম্মানজনক মিনা মিডিয়া পুরস্কার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা শেরাটন এ এবং সেখানে উপস্থিত ছিলেন Mr. Carel de Rooy, UNICEF Representative এবং তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইউনিসেফের সিনিয়র কমিউনিকেশন অফিসার জাফরিন চৌধূরী অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
আর ও তথ্য: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।