sabujs@yahoo.com
পৃথিবীর জামা পাল্টে _
ইচ্ছে করে সেই গুহামানব আর প্রস্তরের যুগে ঘুরে আসি
পরনে বাকলের ধূসর জামা
হাতে লৌহকুঠার অথবা
আনাড়ি বর্ষার আঘাতে শিকারী ম্যামথ ......
রাতে অসংখ্য প্রানীর পদচারনা আর
পুরাতন ঝি ঝি এবং অতীত জোনাকির ভালোবাসা
মাঝে মাঝে উন্মাদ জো্ছনায় _
হায়ারোগ্লিফিকে লেখা আবেগ জড়ানো চিঠি ......... "
কখনোবা বল্গাহরিনের অন্তহীন ছুটেচলা দেখে দেখে
পালিয়ে যাবার সাধ .........
তখন শিকারী বাইসনের মতো তোমায় ছিনিয়ে নিয়ে _
টাইগ্রীস কিংবা ইউফ্রেটিস ছাড়িয়ে _
নতুন সভ্যতা গড়া হতো ।
পুরাতন পৃথিবীর জামা আবারো পাল্টে দিতাম _
দিয়ে অহল্যা ভালোবাসা এবং
নিয়মের আদিম মৃত্যুদন্ড ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।