আমাদের কথা খুঁজে নিন

   

অণুগল্প: ময়লার বাঁশি

ডুবোজ্বর সকাল। মিতা ফিল্ড থেকে একটু আগে এসেছে পাঁচদিন পর। দরজা খুলেছে আরিফ। আরিফের গালে খোচা খোচা দাড়ি। বিমর্ষ চেহারা।

মিতা কপালে হাত দিলো। বেশ জ্বর। আমাকে বলবা না, এতো জ্বর! ওষুধ খাইছো? আরিফ চুপিচাপ। মিতা ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে থমকে গেলো। বাসায় কি কেউ আসছিলো? আরিফ না সূচক মাথা নাড়লো।

সে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসলো। মিতা ওয়াশরুমে ঢুকেই বের হলো। শ্যাম্পু নাই। যাই একটা শ্যাম্পু নিয়া আসি। সে বের হবে ঠিক তখনই ময়লাঅলার বাঁশি বেজে উঠলো।

দাও, ময়লার ঝুড়িটা দাও দিয়ে আসি। আরিফ ঝুড়িটা দিলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে ময়লার ঝুড়িটা হাত থেকে ছুটে গেলো মিতার। সিঁড়িতে ময়লা ছড়িয়ে পড়লো। হঠাৎ করে ছড়ানো ময়লার ভাঁজে কিছু একটাতে চোখ পড়ে মিতার চোখ পাথর হয়ে গেলো--একটা সদ্য ব্যবহৃত কনডম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।