আমাদের কথা খুঁজে নিন

   

মাছের নাম- বাঘা আইড়

মহলদার

বাঘাআইড়ের বৈজ্ঞানিক নাম Bagarius bagarius. Sisoridae পরিবার ও Siluriformes বর্গের এই মাছটির ইংরেজি নাম Dwarf goonch । এর সর্বোচ্চ দৈর্ঘ্য ২০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর গায়ের রং বাদামী বা হলুদাভ এবং গায়ে কালো ডোরা থাকে। গায়ের চামড়া অমসৃণ। বাঘা আইড় সাধারণত প্রবাহমান বড় বড় নদীর তলদেশে থাকতে পছন্দ করে।

এরা সাধারণত চিংড়ি, ছোটমাছ ও ব্যাঙ খেয়ে থাকে। এদের খাদক স্বভাব ও মুখের গড়নের জন্য এদেরকে স্বাদু পানির হাঙ্গরও বলা হয়ে থাকে। বাঘা আইড় আগে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে পাওয়া গেলেও এখন কোথাও তেমন চোখে পড়েনা। তবে সুরমা, পুরাতন ব্রহ্মপুত্র, কংস, তিতাস নদীতে কদাচিৎ দেখা মেলে। এ মাছটি এখন বাংলাদেশের মহাবিপন্ন মাছের তালিকায় ঠাঁই পেয়েছে।

ছবি- নিজের তোলা তথ্য সহায়তা- Freshwater Fishes of Bangladesh-এ.কে. আতাউর রহমান ও ইন্টারনেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।