(দৈনিক প্রথম আলোর ছুটির দিনেতে আজ এ লেখা প্রকাশিত হয়েছে)
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি বেইনসাফির সঙ্গে ইনসাফির যুদ্ধ মনে করলাম, তাই মুক্তিযুদ্ধে যোগ দিলাম, মুক্তি বনে গেলাম’’। এ কথাগুলো বলেছেন অবাঙ্গালী একজন বিহারী মুক্তিযুদ্ধা সৈয়দ খান, যিনি এই দেশে জন্মগ্রহণ করেননি তারপরও দেশের স্বাধীনতা চেয়েছেন। একে একে হারিয়েছেন পরিবার পরিজনরে সবাইকে ।
অতঃপর আবারও জীবন সাজানোর চেষ্টা।জীবন যুদ্ধে তিনি যখন ব্যার্থ ঠিক তখনই তার আপন সন্তান ও স্ত্রী চলে গেছেন বিহারে। কিন্তু তিনি থেকে গেছেন বাংলাদেশেকে ভালবেসে। অথচ যারা বাঙ্গালী হওয়ার পর এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। তাদের বিচার এখও হয়নি। সৈয়দ খানের মত মুক্তিযোদ্ধাদের দীর্ঘশ্বাসে বাতাস ভারী হবে, আর যুদ্ধ অপরীদের বিচার হবে না এটা কেমন করে হয়।
লিংক- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।