পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
হলোনা আর ঢাংগুলীটা
ঘুরপেছিয়ে মাপা
মারবেলের ওই মীর জিরেতে
হয়নি দেয়া ধোঁকা।
বায়ান্নটা তাসে থাকা
তিপ্পান্নটা চুরি
করিনাতো কি হয়েছে
করতে দেখলেই ধরি।
এই পথকে আজ ফেলে এসে
হাঁটছি অন্য পথে
এখন আমি হাঁটি একা
নিজেই নিজের পথে।
কথা তুলে চিকচিকটাতে
সুযোগ বুঝে টান
হেঁটে যাওয়া শেষ নারীরও
নিচ্ছি ঠিকই ঘ্রান।
যার হাতটা যখন ধরি
সেটাই প্রথম বলি
পাল্টা পাল্টি করে আমি
এভাবেই আজ চলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।