আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও মানুষ, তোমারই মত।

ক্কি লিখবো... আজব তো!!!

তুমিও মানুষ, আমি ও মানুষ, আমার রক্ত লাল, তোমার রক্তও তাই। তবুও কি নিদারুন পার্থক্য আমাদের মাঝে!! আমার লাগে না নতুন ডিজানের লেটেস্ট সব জামা কাপর, লাগেনা লেটেস্ট ডিজাইনের এনড্রোয়েড, লাগেনা দামি দামি ব্রান্ড এর গারি, লাগে না নরম খাট, ক্লান্ত শরীর এমনিতে রাস্তায় ঘুমে ঢলে পরে। হাজার হাজার জীবানুর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেচে আছি, লাগে না আমার স্যাভ্লন বা ডেটল। রোদের প্রখর তাপে চাম্রা আমার তামা হয়ে গেছে, লাগেনা কোনোই লোশন, চুল পুরে গেছে মনে পরেনা কবে শেষ বারের মত এই চুলে পরেছিল চিরুনির কোমল আদর, লাগেনা আমার তোমার মত সেটওয়েট বা গ্যাটস-বাই জেল, ধুলোয় প্রতিটা লোম কোপ মরে গেছে। লাগে না আমার এক্স বা প্লেবয়, লাগে না আমার নামি দামি ব্র্যান্ড এর পারফিউম, ফুলের সুভাস আমার নাকে আসে না, কিভাবে আসবে? যার কাছে আকাশের চাদটাকে সবসময় ঝলসানো একটি রুটি মনে হয় তার কাছে টা ভাল লাগার কথা ও না, তোমরা বল আমরা নেশাখোড়, কিন্তু কোনোদিন তুমি ভেবে দেখনি কেন আমি খাই, তোমরা ভেবে দেখনি কিভাবে আর কতটা কস্টে আমার দিন যায়, খুধার যখন আমার কাছে খাবার কিনার টাকা থাকে না তখন আমি সেটা খেয়ে চলে যাই ঘুমের রাজ্যে খুধার কস্ট থেকে বাচার জন্য, তোমরা কি পেয়েছ কখনো সেই কস্ট?? তোমরা কি জানো কতটা পাশবিক সেইকস্ট?? আমাদের কোনো ঈশ্বর নেই, সব ঈশ্বর আর ভগবান তোমাদের সাথে থাকে, আমার গায়ের বিকট দুর্গন্ধে সে কিভেবে আমা সাথে? থাকবে তুমিই বল?? এটা কি সম্ভব?? তোমরা কি পারো না আমাদের কে একটু ভাল ভাবে বেচে থাকার সুযোগ করে দিতে?? আমি ও মানুষ, তোমারই মত। আমি চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আমি ও মানুষ। আমার ও একটু ভাল থাকতে ইচ্ছা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.