নিজেকে হারিয়ে খুঁজি
খুঁজে ফেরে চোখ- ঝাউ গাছ ঝাড়,
বুকে ভয় কাঁপে- বুঝি হয় পার;
কৃষ্ণচুড়ার ছায়া ঢাকা পথে- একলা বেড়াই হেটে,
তোর খোঁজে এই অচীন নগরে- সময় চলেছে কেটে।
উঁচু দেয়ালের- লতা ঢাকা ছায়া,
লাল খোয়া পথ-কেড়ে নেয় মায়া;
হেলে পড়া রোদ উষ্ণ ছোঁয়াতে- ঘামটুকু নেয় মুছে
খুঁজে ফেরা চোখ- তার অপেক্ষার- প্রহর বুঝি ঘুঁচে।
পথ হেটে চলি- কালো পিচ মোড়া,
পড়ে থাকা নুড়ি- শ্বেত ধূলি উড়া;
অগম দুয়ার পার হয়ে যায়- তবুও পাইনা খুঁজে,
তোর ঠিকানার বৃথা পিছু ধাওয়া - গিয়েছে এ মন বুঝে।
সাঁঝ বাতি জ্বলে- চারপাশে আলো,
অদেখা বিষাদ- নিকষ সে কালো;
তবু হেটেচলা তোর পথ ধরে- তোর দুয়ারের আশে,
নাইবা এলো সম্মুখে সে দ্বার-থাকিস মনের পাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।