মহলদার
গাং টেংরা কে আমাদের দেশে কোথাও কোথাও গোংড়া ও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম- Gagata youssoufi. Sisiridae পরিবার ও Siluriformes বর্গ(ক্যাটফিস) এর অন্তর্ভূক্ত এ মাছটির সর্বোচ্চ দের্ঘ্য ৬.৬ সেন্টিমিটার। এদের হলুদাভ শরীরের উপর বাঁকাভাবে কালো দাগ থাকে।
বাংলাদেশ ও ভারতে প্রধানত এদের দেখা মেলে। আমাদের দেশে ময়মনসিংহর নিকট পুরাতন ব্রহ্মপুত্র এবং চাঁদপুরের নিকট মেঘনা নদীতে পাওয়া যায়। তবে মাছটি বর্তমানে খুবই কম দেখা যায়।
ছবি- নিজের তোলা, তথ্য সহায়তা- ইন্টারনেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।