কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
মাই ডেয়ার লোডশেডিং,
তুমি প্রতিদিন যাও আসো চঞ্চর হরিনীর মতো , আজ থেকে যখন আসবে, তুমি কিন্তু চা না খেয়ে যাবেনা। কারন মনের অজান্তে আমি তোমাকে ভালো বেসে ফেলেছি। তোমার প্রতিদান কোন দিন ভোলার মতো নয়। বার বার আসা যাওয়া করে তুমি জানান দিয়ে যাও তুমি কত আপন তুমি কত প্রিয়।
এই যে আলো বড় বিরক্ত করে, যখন আমার উপর আলো পড়ে আমাকে গ্রাস করতে পারেনা।
কিন্তু তুমি নিজের মতো করে অবশিষ্ট না রেখে আমাকে গ্রাস করো বড়ই ভালো লাগে। আর সৃষ্টির এক মহা রহস্য আমার কাছে খোলে যায়। আমি যখন খোলা বাজারে যাই দ্রব্য মূল্যের উর্ধগতির কারনে লোড শেডিং দেখি। তেলের দাম কমা সত্বেও বাসের ভাড়া যখন বাড়ীয়ে দেয় তখন আমি লোড শেডিং দেখি। এই সবের কারনে তোমার লোড শেডিং খুবই সামান্যই হয়।
তোমার উপকারীতা না বললেই নয় । আমার ছেলেটি যখন কার্টুন চ্যানেল ছেড়ে উঠতেই চায়না তখন তুমি আসো। আমার ছোট মেয়েটি যখন ঘুমোতে চায়না , তখন তুমি আসো , লোড শেডিং দিয়ে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে যাও। তোমার নামের স্বমার্থক অর্থ পাওয়া বড়ই কঠিন।
যে তোমার এই নাম রেখেছে, সে না জেনে সৃষ্টির এক মহা রহস্য উম্মোচন করে গেছে।
তাকে ধন্যবাদ না দিলেই নয়। প্রচন্ড গরমে যখন তুমি চলে যাও তখন শরীর থেকে একটি অপ্রয়োজনীয় অংশ বের করে দিয়ে । তুমি আমাদের অজান্তে কলেষ্টরেল কমিয়ে দিয়ে আমাদের কত উপকারই না করছ । তার খবর কি কেউ রাখে। আমরা না জেনে অযথাই তোমাকে গালমন্দ করেছি।
কেউ কি জানে তুমি আমাদের কত প্রিয় কত আপন জন।
আমি তোমকে চিনেছি, বুঝেছি তোমার মহাত্ব। মৃত্যুর পর তুমি আমার কাছে থাকবে অনন্ত কাল তখন তুমি আমাকে একটু আদর করে দিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।