হুমায়ূন আহমেদের ‘চোখ’ গল্প অবলম্বনে নব্বইয়ের দশকে নির্মিত হয়েছিল নাটক ‘নিমফুল’। সেসময় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। প্রায় দুই দশক পর আবারও নিম ফুল নাটকটি পুনর্নিমাণ করা হচ্ছে। এবারে নাটকটি পরিচালনা করবেন মেহের আফরোজ শাওন। আর এবারে নাটকে আসাদুজ্জামান নূর অভিনীত চরিত্রটিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
এ প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘নিম ফুল নাটকের নূর ভাইয়ের চরিত্রটিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। গত সপ্তাহে নাটকটির শুটিং করারও কথা ছিল। কিন্তু ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে তা আর সম্ভব হয়নি। দেশে ফিরে আবারও মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পড়ে। শুনেছি মে মাসের প্রথম সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে।
চঞ্চল আরও বলেন, নূর ভাইয়ের চরিত্রটিতে অভিনয়ের ব্যাপারটি মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। ’
এদিকে নিম ফুল নাটকটি পুনর্নিমাণের মধ্য দিয়ে আবারও পরিচালনার কাজে ফিরছেন মেহের আফরোজ শাওন। তিনি বলেন, ‘গত দেড় বছর আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলাম। তাই মানসিক প্রশান্তির জন্যই পরিচালনার কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। ’
মেহের আফরোজ শাওন সর্বশেষ ২০১১ সালের আগস্ট মাসে ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নামের একটি নাটক পরিচালনা করেছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।