আমাদের কথা খুঁজে নিন

   

এবারের ডিভির বাংলা নির্দেশনা বের হলো (ছবি রেডি তো?)

আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।

আমি আজ সকালে ঢাকার ইউএস এমবেসির ওয়েবসাইটে ঢুকে দেখলাম ডিভি ২০১০ এর বাংলা নির্দেশনা দেয়া হয়েছে। প্রায় একমাস পরে এই বাংলা নির্দেশনা পেলাম। অথচ আমার মনে হল এটা আরো অনেক আগেই দয়ো যেত।

কারণ আগের বারের নির্দেশনার সাথে এইবারের নির্দেশনার তেমন কোনো অমিল নেই। তবে হ্যা, ছবির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে ৩০০ X. ৩০০ পিক্সেলে ছবি চাওয়া হতো। এবার চাওয়া হয়েছে ৬০০ X ৬০০ পিক্সেল। ছবির ব্যাপারে অনেকেই উদাসীন থাকেন।

অনেক দোকানে (নীলক্ষেত ও অন্যান্য স্থানে) দেখেছি খুব অযত্নে দায়সারাভাবে ছবি এডিট করে ডিভি পাঠিয়ে দেয়। দোকানের পাবলিকদের এত সময় নেই যে বসে বসে পারফেক্ট করবে ছবিটাকে। কিন্তু ছবি যদি নিয়মমাফিক না হয় তাহলে লটারী বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয়, গ্রাফিক্সরে কাজ পারলে এডিটিংটা নিজে নিজেই করা ভাল। অনেকে পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে ডিভি ছবি তৈরি করেন।

সেক্ষেত্রে স্ক্যান করবেন যত বেশি রেজ্যুলুশন দিয়ে করা সম্ভব। (এক্ষেত্রে পরে রেজ্যুলুশনটা নির্দেশনা অনুযায়ী ঠিক করে নিতে হবে। ) আর ছবি এডিট করার পর দেখবেন মাথা (চুল থেকে থুতনি পর্যন্ত) ৩০০ থেকে ৪১৪ পিক্সেল হয়েছে কিনা। এবং চোখের কোণ থেকে ছবির নিচ পর্যন্ত দূরত্ব ৩৩৬ থেকে ৪১৪ পিক্সল হয়েছে কিনা। ছবি পরিস্কার করতে গিয়ে বেশি ব্রাইট করে ফেলবেন না যেন।

আর চশমা থাকলে তাতে যেন Reflection/glare না থাকে তা খেয়াল রাখবেন। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা বা হালকা কোনো রং হওয়া উচিৎ। ছবি সংক্রান্ত নির্দেশনা এখানে সুন্দরভাবে দেখানো আছে: www.dvlottery.state.gov/photo.aspx -------------------------------------- আরো বিস্তারিত পাবেন: (বাংলা নির্দেশনাটা এখানে আছে-) dhaka.usembassy.gov/diversity_visas.html (ডিভি পাঠানোর আগে নির্দেশনাটা পড়ে নিন। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.