আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গঃ বন্ধুকে...(২)

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

একটা অদ্ভূত বন্ধু ছিলো আমার, যার সাথে একসময় প্রচুর রাস্তায় রাস্তায় হাঁটতাম। ওর সাথে আর হয়তো কখনোই রাস্তায় হাঁটা হবেনা। মাঝে মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, "কি রে এখনো রাস্তায় হাঁটাহাটি করিস?" একটা দীর্ঘশ্বাস ফেলে বলি - "না রে"। আমাদের সেই উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় হাঁটার অদ্ভূত সময় গুলোকে স্মরণ করে এই গানটা দিলাম। ------------------------------------------------ এই আকাশ, মুক্ত মাঠ, সাগর, জলরাশি, একদিন, "আসি" বলে, চলে যাবো, সেথায়, যেথায়- নিঝুম পাইন বন, শস্য মাঠ, খেলার পৃথিবী, কিছু নেই । শুধু ঘুম............... আর ঘুম ।। যখন সুর্যাস্তে, ঝিরিঝির সুবাতাসে, নৌকাগুলো ফিরে আসে, পাল তুলে, তখন আমি জ্বালাবো না - সন্ধ্যেপ্রদীপ। পড়ে থাকে ছেলেবেলার বাঁশি, জলছবি, সময়ের পলকে, এইকিছু যা, ফিরে যেতে পারি । --------------------------------------------- গানঃ মৃত্যু এলিজি ব্যান্ডঃ ওয়ারফেইজ এ্যলবামঃ আলো --------------------------------------------- ছবি কৃতজ্ঞতাঃ গুগল চিত্রানুসন্ধান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.