পরিবর্তনের জন্য লেখালেখি
প্রবাসী হৃদয়ে যখন একতারাটা বাজে
বাউলেরও চোখে তখন স্বদেশ দেখি। ।
হলুদ গোধুলিতে রাখালের ঘরে ফেরা হাতে ঘুডি নাটাই
গাঁয়ের কিশোর হয়ে কিশোরীর ভালবাসা ফিরে পেতে চাই
মা আর মাটি একাকার
তাই সব ব্যথা ভুলে মাকে ডাকি । ।
বেথুন বেতশ বনে ডাহুকের ডাক শোনা স্ম ৃতি যেন কথা কয়
ঘুঘু ডাকা দুপুরে পাখিদের বাসা খুঁজে কাটতো সময়
মা আর মাটি একাকার
তাই সব ব্যথা ভুলে মাকে ডাকি । ।
[ অনেক আগের স্ম ৃতি থেকে লেখা , ভুল হলে মাফ চাই। একই কারনে সূত্র দিতে পারলাম না]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।