তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি
তোর সাথে আর কখনো রাস্তায় হাঁটা হবেনা...অলস কোনো দুপুরে ফোন দিয়ে বলতে পারবোনা "চলে আয়"। বর্ষারা আরো কত বার আসবে-যাবে, শুধু তোর সাথে আমার আর বৃষ্টিতে ভেজা হবেনা। শীত রাত্রিরা সমাগত প্রায়...অথচ এবার আর কুয়াশা-সন্ধ্যায় তোর বাসায় আড্ডা দিতে যাওয়া হবে না। চারপাশের পৃথিবীটা সেরকমই থেকে যাবে, শুধু আমার সেল ফোন থেকে একটা নাম্বারে আর কখনো কল করা হবেনা।
তোর সাথে পরিচয়টা না হলেই হয়তোবা ভালো ছিলো।
সবাই বলে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হওয়াটাই নাকি জীবনের স্বাভাবিক ঘটনা, এজন্য মন খারাপ করার নাকি কোনো কারণ নেই। কিন্তু তবু কেনো জানি বার বার গলার কাছে দলামত কি একটা উঠে আসছে। প্রাণপণ চেষ্টা করছি কর্পোরেট দুনিয়ার আর সবার মত প্র্যাক্টিক্যাল হতে, কিন্তু আমি যে চোখ শুকনো রাখতে পারছিনা কিছুতেই !
বন্ধু, ক্ষমা করিস...ভালো থাকিস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।