খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
বুকের ভিতরটা ভীষন শূন্য
ক্রমশই অন্ধকারে পথ হেটে হেটে
অচিন পথে ফিরছি......
সাদা আর কালো ধনী দরীদ্রের বিচারের বিষ বাষ্পে
সমাজ আর রাষ্ট্রের ব্যস্ততা দেখে লজ্জিত চোখ.....।
সৃষ্টির দৃষ্টিময়তা নেই, উল্লাস নেই আয়োজনে
ভ্রাতৃত্ববোধের অভাব সর্বময়ে
বিপদে আর প্শর্শ জাগেনা প্রনয়ে
অদ্ভুত জীবন অর্থের পিছনে ছুটে সারাক্ষন
ক্লান্ত মস্তিস্ক অলস শরীর নিয়ে ঘরে ফিরে
সাংসারিক জীবনে না থাকার দীর্ঘ লাইনে দাড়িয়ে
অসহায়.........,
দীর্ঘশ্বাস, অবিশ্বাসের সকাল
জীবনের অলি গলিতে চাষ করে
কালো চুল সাদা হয়ে উঠে
বিবর্ণ শরীরের মোড়ে মোড়ে পাল্লা দিয়ে ছুটে
বায়ু..........উপেক্ষিত শুধু
ক্ষয়ে যাওয়া আয়ু......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।