স্ত্রী কষ্ট করে মোরগ-পোলাও রান্না করলেন আপনার জন্য। আপনি খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে মোরগের প্রশংসা শুরু করলেন, ভাতের চালের প্রশংসা করলেন। মসলাটাও যে খুব ভালো তা বললেন। মোরগ-পোলাওকে নিয়ে কবিতা লিখে ফেললেন, গানও গেলেন খাবারটাকে উদ্দেশ্য করে।
আপনার স্ত্রীকে ধন্যবাদ দিলেন না একবারও। তার কৃতিত্ব আপনার চোখ এড়িয়ে গেল।
কী বোকা আপনি! কী অকৃতজ্ঞ!
যখন মানুষ নারীরূপ নিয়ে সাহিত্য চর্চা করে, প্রকৃতির সৌন্দর্য নিয়ে সাতকাহন গায় কিন্তু এসব কিছুর স্রষ্টার সৌন্দর্যবোধ ও ক্ষমতাকে উপেক্ষা করে তখন মানুষ অনেক বেশি বড় ভুল করে।
(collected)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।