আমাদের কথা খুঁজে নিন

   

উপেক্ষিত প্রার্থনা



আজ তোমাকে নিয়ে
আর কোন কবিতা লিখব না,
তোমার চোখ নিয়ে নয়,হাসি নিয়ে নয়,
শরীরের কোন অংশ নিয়েও নয়।

আজ আমার অলস মস্তিষ্ক
তোমাকে নিয়ে কোন কথা ভাববে না,
চোখ আজ আর অস্রু ঝরাবে না,
ঠোট আজ তোমার নাম নিবে না।

আঙ্গুল আজ আর বেখেয়ালের বশে
কলম তুলে তোমার নাম লিখবে না,
বুকের বাম পাশের ছোট মাংসপিণ্ড টা
তোমার কথা মনে করে,চঞ্চল হয়ে উঠবে না।

আজ সপ্নদেরও ছুটি,
তোমার বাড়ি যাবার রাস্তায়
আজ আর দাড়াব না।
শ্রেণী কক্ষের বাইরে,আমার বসার জায়গাতে
আজ ধূলা পড়ুক।

আমার সকল সত্তা আজ
তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাক,
তপ্ত রোদের বন্যায়
শুকিয়ে যাক আমার সকল কান্না।

তোমায় না ভেবে আমার সমকালের
অন্তত একটা দিন কাটুক...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।