যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এই স্বপ্ন মৌতাতে আর অনিবার্য দীর্ণক্ষতে ঠিক কতটুকু ব্যবধান
এই নির্বানপ্রাপ্ত মাঝরাতের সড়ক আর ভরদুপুরের রাশিরাশি বাহন
বেয়াড়া কিস্তির চালে পাশাপাশি যাপন করে সশব্দ হুইসেলে
দুপুরের জ্যামে তড়িঘড়ি নামায় রাত্রি
আকাশের গায়ে জটের বাহার আর ফুলেল দীক্ষায় অসীমায়িত আশঙ্কা
রেকর্ড ভাঙা নতুন শ্লোকের দ্রাঘিষ্ঠ পাহাড়ে
নেমে যায় বৈশ্বিক উষ্ণায়নের লম্বা নালা ধরে আসমুদ্রাচল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।