এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বর্তমানে বিদ্যমান পেটেন্টসহ আগামী দশ বছরে প্রতিষ্ঠানদুটির যেসব পেটেন্ট করা হবে তা এ চুক্তির অধীনে পড়বে।
এ চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি একে অপরের পেটেন্টকৃত সেবা বা পণ্য ব্যবহার করতে পারবে। এত বৃহৎ এবং দীর্ঘ সময়ব্যাপী চুক্তিটি দুটি প্রতিষ্ঠানের জন্যই সুফল বয়ে আনবে এবং প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি প্রতিযোগিতামূলক বাজারে আভাস দেবে এমনটাই আশা করছেন টেকবোদ্ধারা। এ প্রসঙ্গে গুগলের পেটেন্ট সংক্রান্ত ডেপুটি জেনারেল কাউন্সেল অ্যালেন লো এক বিবৃতিতে জানিয়েছেন, তারা স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এ রকম একটি চুক্তি করতে পেরে আনন্দিত। চুক্তি মোতাবেক এভাবে কাজ করলে দুটি প্রতিষ্ঠানই সম্ভাব্য মামলা কমাতে এবং নতুন কিছু তৈরিতে মনোযোগ দিতে পারবে।
স্যামসাং এবং টেক জায়ান্ট অ্যাপলের পেটেন্ট নিয়ে বিভিন্ন দেশে মামলা চলছে। যুক্তরাষ্ট্রে সে রকমই এক মামলার জন্য ২৯ কোটি ডলার জরিমানা গুনতে হয়েছে স্যামসাংকে। এমনকি নিজ দেশ দক্ষিণ কোরিয়াতেও স্যামসাংয়ের বিপক্ষে রায় দিয়েছিল আদালত। আর স্যামসাং তাদের সর্বোচ্চ মুনাফা আয়করা পণ্য স্মার্টফোনগুলোতে ব্যবহার করে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ফলে এটি আসলে বাজারে অ্যাপলের দুই প্রতিযোগীর সহাবস্থানের চুক্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।