সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।
কাইল্কা একটা ইস্কুলে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং শক্তিসংরক্ষণ বিষয়ক জাতীয় উদ্যোগের উফ্রে পোলাপাইনের লগে ডিস্কাস কর্তে হইব। হেরা জিগাইব, আমি মানে কয়েকটা দেশের পাব্লিক উত্তর দিমু, সবাই নিজ নিজ দেশ নিয়া। আমারে বলা হইছে, আমরা কীভাবে শক্তি সংরক্ষণ করি, পরিবেশ দূষণ রোধ করি, সরকারি নীতিমালা কী, জনসচেতনতা কেমন, ব্যক্তিগত জীবনে এর চর্চা কেমন, তরুণদের ভাবনা কী, মিডিয়ার ভূমিকা কী এইসব ইতং বিতং গ্যাঁজাইতে।
চক্ষে আন্ধার দেখতাছি, কী কমু কাইল্কা? আমরা আসলেই কীভাবে শক্তি সংরক্ষণ করি? দূষণ রোধে ব্যাক্তিগত আর জাতীয় কী কী ভূমিকা রাখি? ভাইবা দেখলাম,
১। আমরা কল ছাইড়া রাখি বিনা কামে,
২। লাইট, ফ্যান দেদারসে ছাড়ি, সরকারি হইলে তো কথাই নাই,
৩। যেখানে সেখানে আবর্জনা ফেলি,
৪। প্রকৃতির ডাকে যত্রতত্র সাড়া দেই,
৫।
লাগামহীন কীটনাশক ছিটাই,
৬। প্রাইভেট ধোঁয়ায় নগরে সীসা চাষ করি,
৭। কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের যে একটা নীতিমালা থাকতে পারে, সেটা ভাবিনা,
৮। ফরমালিন দিয়া খাবার চেতাচেতা রাখি,
৯। গু খাওয়া পাংগাস দিয়া গলাভাত খাই,
১০।
হর্ণসঙ্গীতের ধ্রুপদী ধারার সূতিকাগার হিসাবে রাজধানীরে ইতিহাসে স্থান দেই,
১১। উফফফফফ শেষ হইবনা।
আমি এইগুলার এক বর্ণও কইতে চাইনা। কতটুকু অভিনয় করতে পারুম, পরীক্ষা হইব কাইল্কা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।