আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ এবং অতঃপর

বিদ্রোহ মানে কি তোমার দেওয়া অবঙ্গা তোমায় ফিরিয়ে দেওয়া, মুখচোরা প্রেম নত চোখে সরিয়ে নিওয়া ? সম্পর্ক বদলে ফেলা নীরব কোন অজুহাতে, অষ্ট প্রহর ব্যস্ত থাকা ভীষন অপ্রয়োজনীয় সব কাজে ? যদি তাই হয় তবে আমি ওগুলো সব ই করেছি, বদলেছি নিজেকে হ্মোভের আগুনে সেঁকে | তবু নতজানু মন ছুটে গেছে বারে বারে তোমার খোঁজে, গোপন ব্যাথায় সারা রাত জ্বলে জ্বলে নিঃশেষে, বিষাক্ত ছোবল দিয়েছে প্রতিহ্মণে নিজেকেই অবশেষে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।