নিজের নামের উপর একটা পোষ্টার লাগাতে চাই...। একটি বি,ডি,আর বিদ্রোহ কারো কারো জীবনে স্রোতের ভাঙ্গনের মতন বয়ে গেছে।
একটি বি,ডি,আর বিদ্রোহ কেড়ে নিয়েছে কিছু রঙিন সপ্নকে।
একটি বি,ডি,আর বিদ্রোহ অনেক মায়ের বুকের তাজা রক্ত ঝরিয়েছে।
একটি বি,ডি,আর বিদ্রোহ হাজা্রও বধূর অগণিত স্বপ্নকে লুন্ঠিত করেছে।
একটি বি,ডি,আর বিদ্রোহ এক সাগরের চেয়েও বেশি রক্ত নিয়ে গেছে।
একটি বি,ডি,আর বিদ্রোহ সুন্দর কিছু ভবিষ্যতকে অন্ধকারের কাটা পথ করে গেছে।
একটি বি,ডি,আর বিদ্রোহ কেড়ে নিয়েছে শৈশবের বেড়ে উঠা কিছু অমলিন সৃতি।
একটি বি,ডি,আর বিদ্রোহ করেছে অনেক্কেই দেশ ছাড়া......।
একটি বি,ডি,আর বিদ্রোহ করেছে উভয়কে সর্বস্বান্ত হারা...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।