আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

(শাবি’র সেই চার পবিত্র বিদ্রোহীর প্রতি)

আজও যারা সুস্থ তারাই আজ অসুস্থ
এই কালিমালেপা বীভৎস সময়ে কোন মানুষ
আজ সুস্থ থাকতে পারে না

লাশের সংখ্যা যখন পরিসংখ্যান
গণতন্ত্রের মেরুদন্ড,
যখন আগুনে পুড়ে কয়লা হয় বাবার দাড়ি, ছেলের চোখ, বোনের কপাল,
মেয়ের চুল, ভাইয়ের ঠোঁট, মায়ের হাসি
সদ্য বিবাহিত বৌয়ের মেহেদি পড়া হাত পোড়া মাংশ হয়ে গন্ধ ছড়ায়
যখন চিরচেনা প্রতিবেশী দানব হয়ে হামলে পড়ে মন্দিরে, সিঁথির সিদুরে
চাপাতি চলে মানুষের বুকে, রাম দায়ের কোপে কোপে
ফিনকে বেরোয় রক্ত গঙ্গা
যখন ধ্বংস আর মৃত্যুর মিছিলে আহাজারির বদলে
অশ্লীল নীরবতা,
বুদ্ধি বেশ্যাদের প্রলাপ যখন চ্যানেলে চ্যানেলে সম্পাদিকীয় পাতায়,
পত্রিকার পাতা জুড়ে কান্না আর রক্তের ছোপ ছোপ দাগ,
যখন আগুনে পুড়ে খাক হয়ে যায়
ভ্রাতৃত্ববোধ-স্বপ্ন-সংসার-ভবিষ্যৎ- প্রিয়জন-
প্রিয়তমা-রং-রূপ-ঘ্রান-আমার সোনার বাংলা
তখন কোন মানুষ সুস্থ থাকতে পারে না

তাই আজ যারা সুস্থ তারাই আজ অসুস্থ
তাই আজ যারা অসুস্থ তারাই আজ সুস্থ






http://bidroho.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।