আমাদের কথা খুঁজে নিন

   

হিমু রোগে আক্রান্ত হয়ে লিখা কাব্য

আকাশকুসুম কল্পনায় আমার জুড়ি নেই

ক্লাস নাইন-টেনে থাকতে আমাকে কিছুদিনের জন্য "হিমুরোগে" পেয়েছিল। খালি রাস্তায় রাস্তায় হাটতাম। তখন হিমু নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আজ অনেক দিন পর আবার একটু হিমু হিমু ভাব এসেছে "নীল আকাশের নীচে আমি হাটছি একা একা চৈত্রের তপ্ত রোদের আকাশে নেই কোন মেঘের দেখা হলুদ পাঞ্জাবী পড়ে দুপুরের পীচঢালা রাজপথে ক্লান্তিহীন হাটা আমি হেটেই চলেছি এ পথে আমার নেই কোন সাথী, শুধু ছায়া ছাড়া আমার নেই কোন পিছুটান, নেই কোন তাড়া ভরা পূর্ণিমার জোছনার রাতেও আমি হাটছি নিঃশব্দ ঘুমন্ত নগরীর পাশ দিয়ে আমি চলছি শীতের সকালে কুয়াশায় ঢাকা কাকডাকা ভোরে রাস্তার মোড়ের চায়ের দোকানগুলো জমে উঠেছে ভীরে শিশির সিক্ত কালো পীচে রিকশা চলছে দু'একটা আমিও শুরু করেছি আমার সেই বিখ্যাত হাটা"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।