পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ । এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে। কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই ।
অনেকেই আছেন যারা হিমু হতে চান ।
“হুমায়ূন আহমেদ” স্যার এর সৃষ্ট এই অনন্য চরিত্রের অনন্য (কতিপয় অতিমানবীয় ) কিছু চারিত্রিক বৈশিষ্ট্যে আকৃষ্ট হয়ে অনেকেই হিমু হওয়ার জন্য চেষ্টা করেছেন ।
আমিও হিমু হতে চাই । তবে ঠিক হিমুর মত হিমু না । নিজের মত হিমু । হিমু হয়ে ঢাকার রাস্তায় একা হাটতে চাই।
একদমই খালিপায়ে নয় । প্যান্টেও পকেট থাকবে । কানে ইয়ারফোন এ গান বাজবে আর আমি পকেটে হাত দুটো পুরে চাই রাতের ঢাকার রাস্তাগুলোকে হিমুর কোন বইএর পাতা মনে করে চোখ বুলিয়ে প্রতিটি লাইন পড়তে। ল্যাম্পপোষ্ট এর আলোতে নিজের ছায়া আর চাঁদের আলোতে নিজের ছায়ার পার্থক্য বের করেত চাই। সব কিছু ভুলে ভাবনার জগতে হারাতে চাই।
তখন রাতের নীরবতায় সরব হয়ে উঠবে মনের ভিতরের কথাগুলো। নিঃসঙ্গ রাতকে সঙ্গী করে তাকে কথাগুলো বলতে গিয়েও থেমে যাব। রাতের সাথে একাত্মতা ঘোষণা করে চুপচাপ সময়ের স্রোতে গা ভাসাবো। ভাবনার ভেলায় যখন ভুলতে বসবো শরীরের অনুভূতিটুকুও ঠিক তখনই হর্ন বাজিয়ে সাই করে চলে যাবে মাল বোঝাই কোন ট্রাক। খেয়াল করব , কানে বাজছে অনুপম এর গান “ আমাকে আমার মত থাকতে দাও” ।
কিন্তু নিষ্ঠুর পৃথিবী থাকতে দিবে না । খালার ফোন আসবে আর বলবে , “কিরে! কই তুই? এইটা কোন কথা ! এখনই বাসায় চলে আয়” তবে আমি হিমুর মত বলতে পারব না যে, “খালা আজ রাতে বাসায় আসব না। তোমরা ঘুমায় যাও” । বলতে হবে হ্যা, আমি আসছি।
পত্রিকায় দেখেছিলাম ঢাকা নাকি পৃথিবীর সবচেয়ে বসবাসের জন্য অযোগ্য শহর।
কেন অযোগ্য , কতটা অযোগ্য জানি না। হতেও পারে ঢাকা বসবাসের জন্য অযোগ্য শহর কিন্তু কখনই হিমুদের জন্য নয় ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।