আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
(কমেন্ট খুব বড় হয়ে যাচ্ছিল দেখে পোস্ট আকারেই দিলাম। পরে মুছে দেব)
আমাদের নিক গুলো ভার্চুয়াল, কিন্তু এর পেছনের মানুষটি কিন্তু রক্ত-মাংশের। আমার ভার্চুয়াল নাম ক-খ-গ।
এই "নিকটি" নিছকই একটি পরিচয়, বলা যায় এটি আমার এক ধরনের মুখোশ। মুখোশের পেছনের যে আমি, তার কিন্তু ঠিক-ই চিমটি খেলে ব্যাথা লাগে, গাল খেলে কষ্ট লাগে। জগৎটা যতই ভার্চুয়াল হোক, মানুষ গুলো খুব বেশি রকমের বাস্তব। তাই একজন বাস্তব মানুষের অভিমান বসত ভার্চুয়াল জগৎ থেকে চলে যাওয়াটাকে আমি "বোকামির পরিচয়" বলতে নারাজ।
তাছাড়া অনেকদিন এই ভার্চুয়াল জগতে থাকতে থাকতে বেশ কিছু ভার্চুয়াল সম্পর্ক তৈরী হয়ে যায়।
অভিমান বসত বাস্তব জগৎ থেকে আমরা যেমন করে চলে যাই, ভার্চুয়াল কোনো অস্তিত্বের ভার্চুয়াল অভিমান নিয়ে ভার্চুয়াল জগত থেকে চলে যাওয়াটা তেমনই ন্যাচারাল।
পলাশমিঞা অভিমান করে চলে গেছেন! (শুভ জন্মদিন আপনাকে পলাশমিঞা) পোস্টটিতে আহমাদ মোস্তফা কামাল যে কমেন্ট করেছেন তার প্রেক্ষিতে এই লাইন গুলো লেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।