ঢাকা মেডিকেলে ভর্তির আগেই সেখানকার শিবিরের সাথে পরিচয় হয়ে গেলো একটি মজার ঘটনার মাধ্যমে। ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবার পর ডিএমসিতে গেলাম মেডিকেল টেস্ট ও ভাইভার সময় জানতে। নোটিশ বোর্ড দেখছি। দেখলাম একজন এ্যাপ্রন পরা ভাইও নোটিশ বোর্ড দেখছেন। তাকে দেখে কেন যেন মনের মধ্যে দৃঢ় ধারণা জন্মালো যে তিনি শিবির করেন।
তার দাড়ি ছিল না যে দাড়ি দেখে চিনেছি।
তাকে বলেই ফেললাম, 'ভাই আপনি কি শিবির করেন?'
তিনি হেসে বললেন, 'কেন?'
আমিও যে শিবির করি এ কথা বলাতে তিনি তার সাংগঠনিক পরিচয় জানালেন। তিনি ছিলেন রফিক ভাই। আমাদের এক ব্যাচ সিনিয়র।
রফিক ভাই আমাকে ফজলে রাব্বি হলে নিয়ে গেলেন।
তখন ঢাকা মেডিকেলে শিবিরের সভাপতি ছিলেন সেলিম রেজা ভাই। রেটিনা গাইড ও কোচিং সেন্টারের মূল দায়িত্বে ছিলেন তিনি । হলের দোতলায় মসজিদ। তার পাশেই সেলিম ভাই এর রুম। মাগরিবের নামাজ হলের মসজিদে পড়লাম।
নামাজের পর তার রুমে আরও ভাইদের সাথে দেখা হলো। মনে হলো যেন নিজের বাড়ীতে ফিরে এলাম। না জেনেই রফিক ভাইকে শিবির করেন কিনা জিজ্ঞাসা করার বিষয়টি নিয়ে তারা একটু মজা করলেও সাবধান করে দিলেন, কেননা, ডিএমসিতে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বেশ হিংস্র। পরে অবশ্য তার প্রমাণ বেশ খারাপভাবেই পেয়েছিলাম।
সেলিম ভাই এর রুমটি নিয়ে আরো অনেক ঘটনা আছে।
পরের পর্বে লিখবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।