আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবচ্ছেদ



যদি তুমি আজ চাও হৃদয়টা ব্যবচ্ছেদ করবে, দেহ থেকে ছিন্ন করে- যদি তুমি দেখতে চাও হৃদয়ের রক্তক্ষরণ, তোমার হাতের উপর আমি সমর্পন করিলাম তব তোমার কাছে। চোখ বন্ধ করে অস্ত্র চালাও, এ ভগ্ন বুকের মাঝে, আমি সমস্ত ব্যথা সইবো- আমি মরতে প্রস্তুত তোমার কোমল হাতে এবং বাঁচতে চাই আবারও মরবার জন্য; দুঃখ কেবল আমার তরে তোমার জন্য নয়! যদি তুমি আজ চাও শিরা-ধমনী সব ব্যবচ্ছেদ করবে, বিবর্ন দেহ কেটে- যদি তুমি দেখতে চাও সকল অনুভবতার উৎস, তোমার প্রতি খুঁজে দেখ আমার শরীরের প্রতি অনু-পরমানুতে রক্ত বহমান যেখানে আজন্ম লালিত বাসনা সেখানে তোমাকে পাবার; দুঃখসম রক্তস্রোতগুলো ফিনকি দিয়ে ছুটছে ভিজিয়ে দিয়েছে তোমার সমস্ত বসনা- ধুঁয়ে ফেললেই আর মনে রবে না। লাশ কাটা ঘরে আমি শুয়ে আছি হিমশীতল কাঁচের চার দেয়ালের মাঝে নিথর... নিস্তব্ধ... নির্বাক... অপলক... একে একে ব্যবচ্ছেদ করে চলেছ আমায় অস্তিত্বের কোন কিছুই বাদ নেই তোমার নিপুন অস্ত্র চালনায়... অসহ্য নীল বেদনা থেকে বারবার বেরিয়ে আসতে চাইছি, তোমার হাতটি ধরে নতুন করে জানতে... বুঝতে... ভালোবাসতে... আমি পারছিনা, আমি পারছিনা আবার বেচে উঠতে- তোমার সারা অঙ্গন আমার নীল রক্তে মাখামাখি, লাশকাটা ঘরেও গড়িয়ে গড়িয়ে পড়ছে- হিমাঙ্কের নীচে নেমে আসছে আমার ব্যথাগুলো, আগের মতো অনুভুত হচ্ছেনা... তুমি কি আমার নীল রক্তই দেখতে চেয়েছিলে? সেপ্টেম্বর ২৬, ২০০৮ রাত ১২-২৮ মিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।