আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবচ্ছেদ



তোর ধার দেয়া সব; করে ব্যাথার উৎসব, হারায়ে যায় অগোচরে! দূরত্ব নুতন করে! স্বপ্ন নয়' বাস্তবে! অভাবে, অনুভবে, এভাবে! বিবর্তন; কালক্ষেপন, নয়ন.. এবং শ্রাবন একাকার' স্বপ্ন ছুতে; আক্ষেপ না পাওয়াতে, নিজের মতো তোরে! কি আছে এই ভব সংসারে? হেরে গেলাম সম্পর্কের ব্যবচ্ছেদে, জরা' ক্লান্তি পারি না ঢাকতে! নিঃস্কাম নুতন করে ভালবাসতে! আশার কথা' চোখে জলের ঘাটতি আজকাল, সময় কেটে যায়' অতিতকে করে দেখভাল! তুইতো দেখছি ভালই আছিস নুতন অবস্থানে, আমিও ভাল. . .তবে শুধু ঘুম নেই দুনয়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।