আজকে খবরের কাগজে পড়লাম গত এক বছরে বিএসএফ ৯৪ জন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে!!!!হঠাৎ একটা অদ্ভূত অনুভূতি হলো বুকের ভেতরে। ভেবে দেখলাম ১ বছরে ৯৪ হলে গত ৩৬ বছরে কতজন মারা হয়েছে?আমার মনটাই খারাপ হয়ে গেল। মৃত মানুষেরা ছোট দেশের ছোট জায়গার অধিবাসী বলেই কি এসব নিয়ে কোন উচ্চাবাচ্য হয়না?
ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের অলমোস্ট তিন দিকেই ভারত। ভারতের টিভি চ্যানেল, সিনেমা আর মিউজিক আমাদের চরমভাবে দখল করে আছে।
কেউ কেউ একে সাংস্ক্রিতিক আগ্রাসন বললেও আমি একে খারাপ কিছু মনে করিনা কারণ এটা নিম'ম সত্য যে ভারত কে এড়ানো আমাদের পক্ষে সম্ভব না।
সকালে পত্রিকায় দেখলাম ভারতে বাবরী মসজিদ ভাংগার জন্য কয়েকজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। দেখে ভাল লেগেছে যে ভারত এতদিন পরে হলেও বিচার করেছে, যদিও মন্দির ভাংগার কোন বিচার আমরা আমাদের দেশে করেছি বলে মনে হয়না।
এতকিছুর পরও খুব খারাপ লাগলো এটা জেনে যে এতগুলি লোক কে বিএসএফ টাগে'ট প্রাকটিসের মত গুলি করে মেরেছে। মাঝে মাঝে পেপারে পড়ি যে বিএসএফ এর গুলিতে ১ জন বাংলাদেশী ক্রিষক নিহত।
তখন ব্যাপারটা আমাদের ততো ভাবায় না। কিন্ত একটি বন্ধু প্রতিবেশী দেশের ১ জন নাগরিক কে খুন করার অধিকার কি কারো আছে?সেখানে এই ১ বছরেই ৯৪ জন মানুষ, আমার দেশের মানুষ কে খুন করা হলো।
আমি তীব্র প্রতিবাদ জানাই এই হত্যার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।