আমাদের কথা খুঁজে নিন

   

সারে জাঁহা সে আচ্ছা



এই গানখানা আল্লামা ইকবালের লিখা। পাকিস্তানের জাতীয় কবি। তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখতেন বলিয়াই গানখানা লিখিয়াছিলেন। পরবর্তীতে মুসলিম জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হইয়া তিনি ' হিন্দুস্তান' পরিবর্তন করিয়া 'সারা দুনিয়া' করিয়া দেন। এতদসত্ত্বেও ভারতীয়রা এই গানকে আনঅফিসিয়াল জাতীয় সংগীতের মর্যাদা দিয়াছে। ইন্ডিয়ান সেনাবাহিনীর মার্চপাস্ট সংগীত হিসেবে নিয়াছে। এই বিষয়ে আমাদের জ্যামিতিক ঘরানার বুদ্ধিজীবের মত কি। কারণ তারা মনে করেন রবি ঠাকুর অবিভক্ত বাংলা চাহিয়াছিলেন সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। আল্লামা ইকবাল সম্পর্কে তার কি মত? sāre jahān se acchā hindostān hamārā ham bulbulain hai is ki, yeh gulsitān hamārā ghurbat men hon agar ham, rahta hai dil vatan men samjho vahīn hamen bhī, dil hain jahān hamārā parbat voh sab se ūnchā, hamsāya āsmān ka voh santari hamārā, voh pāsbān hamārā godi men kheltī hain is ki hazāron nadiyā gulshan hai jin ke dam se, rashk-e-janān hamārā aye āb, raud, ganga, voh din hen yād tujhko utarā tere kināre, jab kārvān hamārā maz'hab nahīn sikhātā āpas men bayr rakhnā hindi hai ham, vatan hai hindostān hamārā yūnān-o-misr-o-romā, sab miṭ gaye jahān se ab tak magar hai bāqi, nām-o-nishān hamārā kuch bāt hai keh hastī, miṭati nahīn hamārī sadiyon rahā hai dushman, daur-e-zamān hamārā iqbal ko'ī meharam, apnā nahīn jahān men m'alūm kya kisī ko, dard-e-nihān hamārā

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.