[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
[তথ্য সূত্র
উপরের লিংক্স্থ খবরের বরাত এ জানা গেলো মাশরাফি ( নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশী ক্রিকেটার ) আইসএল এর ১৫ কোটি টাকার প্রলভন পরিত্যাগ করেছ।
আমরা মুগ্ধ এবং গর্বিত হবার মত একটা খবর খুঁজে নিতে চেষ্টা করছি....
হঠাৎ ভাবলাম, ইস মাশরাফির মত অন্তত গুটিক'খানা গুনবান মহা সতত এবং দেশপ্রেম প্রদর্শনে পরাকাষ্টা পালনকৃত ব্যক্তিকে যদি দেশের নীতি নির্ধারক পর্যায়ে বসা দেখতে পারতাম, আহা! ...দাতা গুষ্ঠি বা আন্র্তজাতিক ব্যবসায়ী গুষ্টির কোটি টাকার কোন গোপন প্রলভন তাদের নীতি গ্রহণে কোন প্রভাবই ফেলাইতো না...............
মাশরাফিই এই আকালের দেশে এক যোগ্য নাগিরক যার উচিৎ বয়স হলেই ভোটে দাঁড়ানো।
কিন্তু কি করমু ....১৫ কোটি টাকার লোভ সামালদিতে সেই পারে....যার সামনে ঐ পরিমাণ টাকা এবং সাথে মহাখ্যাতি অর্জন ও বজায় ররার সুবর্ণ এবং মনোপলি( এক্সপ্রেস সদা আসেনা) সুযোগ রয়েছে.....
নীতি নির্ধারক রা পারেনা অনেকেই ....হয়তো তারা অনেকই আফতাবের মত হার্ডহিটিং পছন্দ করে...আর দেশযায় গোল্লায়
সামন্য ক্রিকেটের সাথে দেশের মূল নীতি আর শাসন ব্যবস্তার তুলনা করা বুদ্ধিমানের কাজ নয়.....
কিন্তু খেলোয়ারদের খেলার পেছনে টাকা একটা মুখ্য ভূমিকা রাখে ই .....না হলে ফটুবলার রা নিজ দেশ বাদে অন্য দেশে খেলতে যেতনা ...চুক্তি বদ্ধ হয়ে....
ক্রিকেটার রাও যেত না বৃটেনে.., আইপিএল এ
যাওয়ার ভরি ভরি উদাহরণ...
কেবল আইসিএল এ গেলেই দোষ......একই বিশ্বে , একই দেশ ভারতে দ্বৈত নীতি...
সে নীতির সাথে ..অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো র স্বপ্রণোদিত আলগা একাত্মতা ...
হাস্যকর...নিজের পায়ে কুড়াল মারার মতই।
ক্রিকেটাররা দেশের কোন ক্ষতির নীতি নির্ধারণ করে আইসএল এ যায়নি ..টাকা কামাতে গেছে..যে টাকা দেশেই আসেব.....
আর নীতি নির্ধারক রা কত উদ্ভট নীতি মেনে নির্ধারণ করে দেয় কোন দুষ্ট চক্রের চালে , অর্থে ,,
কে বোঝাবে কাকে.....
গরিব দেশের গরীব মানুষদের আষ্ফালনই বেশী বেশী....
যার ফলসরূপ ১৪ ক্রিকেটার রা রাষ্ট্রীয় শক্রু হয়ে যায় ..আর কোন ক্রিকেটার ১৫ কোটির লোভ সামলিয়েছে বলে নতুন করে হিরো হয়ে ওঠে........
[এইমাত্র খবর জানলাম..আশরাফুল নাকি লোভ সামলাইছে $২১ লাখ ডলারেরর ওফারের...মানে প্রায় একই পরিমাণ...
ওরেও দরকার .....কি বলেন
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।