এক দিন যেতে হবে সেই মাটির ঘরে...ভুলে যেও না ।
হে নদী তুমি নিয়ে চল আমায় তোমারি দেশে-এ...
যেথায় দেখিব আমি তোমার অসীমতা।
সেথায় খেলা কর তুমি সূয়্রের সাথে সোনালী রঙে.....
আমায় নেবে কি তুমি সে খেলায়....?
স্রোতের ধারায় ভেসে নিয়ে যাও তুমি কতকিছু......
আমার শূন্যতাকে কি ভেসে নিয়ে যাবে....?
উজান-ভাটিতে গড়-ভাঙ্গ তুমি কত জীবন...
আমার স্বপ্ন জীবনকে গড়বে কি তুমি....?
যেথায় তোমারই স্পশে ধরনী হয়েছে সবুজময়....
তাই তো তোমার কাছে এই ছোট্ট আবদার....
কর তুমি আমাকে সবুজ......আর বল সবুজ.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।