আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের হয়রানির অভিযোগ

http://www.facebook.com/Biskut.pagla

দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা পুলিশের হাতে হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেছে। উল্লেখ করা যায় যে, এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ ছাত্র মুসলিম । মুসলিম ছাত্রদের অধিকাংশই উত্তরপ্রদেশের । এরা দিল্লীর বিভিন্ন বেসরকারী হোস্টেল এবং মেসে থেকে পড়াশুনা করে । দিল্লী বিস্ফোরণের পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেসে পুলিশ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী-র নামে যখন তখন ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠেছে ।

ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন আহমদ অভিযোগ করেছেন, দিল্লী পুলিশ তদন্তের নামে যেভাবে তাদের হয়রানি করছে তাতে তাকে অবিলম্বেই দিল্লী ছাড়তে হবে । মামুনের অভিযোগ , পুলিশ তাদের সাধারণ নিরীহ ছাত্র বলে মনে করছে না । ঐ বিশ্ববিদ্যালয়ের আমির হোসেন নামে অপর এক ছাত্রের বাবা-মায়ের অভিযোগ, দিল্লী পুলিশ তাদের শান্ত, অতি ভদ্র ছেলেকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে । এদিকে, দিল্লীর জামিয়া নগরে পুলিশের গুলিতে নিহত আতিফের বাড়ী উত্তর প্রদেশের আজমগড় জেলার সাঞ্জার পুরে দিল্লী ও উত্তর প্রদেশের পুলিশ বাড়ি বাড়ি তল্লাশী চালায় । তারা রোজাদার বহু মানুষকে একস্থানে আটকে রেখে দীর্ঘক্ষণ জিঞ্জাসাবাদ করে ।

পুলিশ ৬ জন মুসলিম যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । পুলিশের ঐ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন আই.জি.পি মি.এম.এন.প্রসাদ, এস.পি.পাওয়ার সহ উচ্চ-পদস্থ পুলিশ কর্মকর্তারা । উল্লেখ করা যায় যে, গত শুক্রবার দিল্লী পুলিশের গুলিতে জামিয়া নগরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র আতিফ এবং সাজ্জাদকে পুলিশ গুলি করে হত্যা করে । পুলিশের বক্তব্য, সংঘর্ষে তারা নিহত হয়েছে । যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে কোন সংঘর্ষই হয় নি।

পুলিশ ঠান্ডা মাথায় ওই ২ ছাত্রকে হত্যা করেছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.