আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লীর ঐ মেয়েটি ও ঢাকার সাজিয়া আফরিন ইভা এবং আমাদের দ্বিচারীতা

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. আমাদের স্বভাবটাই নির্লজ্জ দালালীর আর পরের ডুগডুগি বাজানোর । আমাদের অবস্থান চালুনির মত যে সুইকে বলে সুই তর পাছায় ফুটা । নিজের বগলে দূর্গন্ধ রেখে পরের গন্ধ খুজে বেড়ানোর অভ্যাস ও স্বভাব আমাদের জন্মলগ্নের । কিছুদিন পুর্বে সাজিয়া আফরিন ইভা নামে এক মেধাবী এবং অত্যন্ত প্রতিশ্রুতিশীল ডাঃ সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিজ চেম্বারে ধর্ষনের পর হত্যাকাণ্ডের শিকার হন । সেসময় তাকে নিয়ে আমাদের মিডিয়া এবং আজকে যারা ফেসবুক কাঁপানো স্ট্যাটাস, ব্লগে ঝড় তোলা পোষ্ট দিচ্ছেন তাদের নিরবতা ছিল লক্ষ্যনীয় ।

আজ দিল্লীর একটি মেয়েকে নির্যাতন ও নির্যাতন পরবর্তী ঘটনার পর থেকে ব্লগ ও মিডিয়ায় প্রতিদিন প্রতিমূহুর্তে এর আপডেট লক্ষ্য করা যাচ্ছে এ ঘটনার পর অনেকে আবার ভারতের চেহারা উন্মোচন করে একের পর এক পোষ্ট প্রসব করছেন অথচ সেদিন উনারা নিজেদের কদর্য চেহারা ও বিবেককে কোথায় লুকিয়ে রেখেছিলনে যখন ডাঃ ইভা এক লম্পটের লালসার শিকার হয়ে মৃত্যবরণ করেছ ? সেদিন কি আমরাও দিল্লীর মসনদ কাঁপানো আন্দোলনের মত প্রতিবাদের ঝড় তুলতে পারতাম না ? আরেকটা কথা না বললেই নয় ভারতের কাশ্মিরসহ উত্তরপূর্ব ভারতে এরকম শত শত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে কৈ এসব নিয়ে ত তখন মিডিয়া ধারাবাহিক রিপোর্ট করেনা ব্লগ ফেসবুকে কোন ঝড় উঠেনা । দিল্লীর ঘটনাটি দুষ্ককর্ম আর নির্যাতন অন্যসবগুলা কি নির্যাতন নয় ? ব্লগে কিছু ব্লগার আছেন এমন যে ভারতে অশুভ হোক শুভ হোক কিছু হলে একপক্ষ ভারতের চৌদ্দগোষ্ঠী উদ্ধারে নেমে পড়েন অথচ দেখা যায় নিজেদের দেশ ও সমাজ এ রকম অশুভ কর্মকান্ড থেকে মুক্ত নয় ডাঃ ইভা তার জ্বলন্ত দৃষ্টান্ত । দিল্লীর ঘটনার পর থেকে অনেক ব্লগার ভারতের হরেক রকম কদর্য রুপ তোলে ধরতে ব্যস্ত কিন্ত সত্য হচ্ছে এর মাধ্যমে নিজেদের কুত্‍সিত চেহারাটাই আমরা আড়াল করছি । অপর পক্ষ দালালীতে এতটাই নিমগ্ন যে এদের সম্পর্কে বলাই বৃথা কেননা এরা দালাল ছিল আছে থাকবে । সবশেষে আসুন আমরা অন্যায়কে অন্যায় বলি এবং এর দৃঢ় প্রতিবাদ করি সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন সব কিছুতেই এক চোখা বা হুজুগে মাতাল হওয়া ঠিক নয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.