আমি কখনো লিনাক্স ব্যবহার করিনি। কিন্তু ইচ্ছেটা ছিলো। সমস্যাটা ছিলো আমি সবসময় অরিজিনাল অপারেটিং ইউজ করতাম,তাই সে ল্যাপটপে আমি লিনাক্সের ঝুকি নিতে ভয় পেতাম। কারন ভালো করে এসব পর্ব না জানলে একুল ওকুল দুই কুল হারানোর শঙ্কা মনে কাজ করতো।
তাই যখন রাস্পবেরী পাই প্রকল্পের নাম শুনি,আশায় উজ্জীবিত হয়ে উঠি।
এটি হলো,একদম কম খরচে বেসিক কম্পিউটিং করার জন্য একটি প্রকল্প যেখানে সিপিইউ এর দাম মাত্র ৩০ ডলার। আর তার চেয়ে বিস্ময়কর হলো সিপিইউ এর সাইজ,যা একটি ক্রেডিট কার্ডের সাইজ থেকে সামান্য বড়। এটি লিনাক্সে যেমন চলবে,এন্ড্রয়েডেও চলবে। তবে লিনাক্স পছন্দ করবো এজন্য যে,তা সম্পুর্ন ডেস্কটপের স্বাদ দিবে আমাদের। ঠিক নয় কি?
অভ্র চলবে,ব্লগিং চলবে আর ফেসবুকিং চলবে,ব্যাস! এটুকুই তো যথেস্ট।
কি বলেন ভাইয়েরা?
বিস্তারিত:রাস্পবেরী পাই
আরো বিস্তারিতঃউইকিতে
বাংলাদেশে পাওয়া যাবেঃএখানে,বা অর্ডার করলে এনে দিবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।